পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
খেলাধুলা ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরকে সামনে রেখে পাকিস্তানের ২২ সদস্যের প্রাথমিক দলে চমক নেই বললেই চলে।
পিসিবির ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক দল আগামী ২৫ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে।
স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ওভালে ৩০ মে শুরু হবে ২০১৯ বিশ্বকাপ আসর।
বিশ্বকাপের ২২ সদস্যের পাকিস্তান দল :
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, হুসেন তালাত, আসিফ আলী, মুহাম্মদ নওয়াজ, শোয়েব খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, আনোয়ার আলী, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান।