মন্ত্রিসভায় বিমান চলাচল আইন খসড়ার অনুমোদন
স্টাফ রিপোর্টারঃ বিমানকে লাভজনক করতে ও আন্তর্জাতিক চাহিদার পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, এতদিন ১৯৮৫ সালের অর্ডিন্যান্স অনুযায়ী বেসামরিক বিমান চলত। এখন বিষয়টি নতুন আইনের আওতায় আনা হলো।
সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মূলত এই আইনটি ইংরেজিতে করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে এটি এখন বাংলায়ও করা হলো। এক্ষেত্রে কিছু বিষয়ে পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে।
তিনি বলেন, নতুন আইনে একটি গর্ভনিং বডি গঠন করা হবে। যারা এই খাতের উন্নয়নে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া এই আইনের মাধ্যমে কর্তৃপক্ষ এয়ার নোটিফিকেশন অর্ডার (এএনও) দিতে পারবে।