চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রামে নৌকা প্রতিকের জোড়ালো প্রচারণা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 26th December 2018at 9:34 pm
FILED AS: জেলা সংবাদ
97 Views
ফারহাদ রাজ ফাহিম★ রাজশাহী★
চাঁপাইনবাবগঞ্জ-৪৫ জেলার সদর উপজেলা-৩ আসনের চামাগ্রাম গঞ্জ এলাকার বাসিন্দা জনাব মোঃ তৌফিকুল ইসলাম, সভাপতি সালিমডোলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নৌকা প্রতিকের প্রেমী হিসেবে নিজেকে সদাসর্বদা নিয়োজিত রাখেন নৌকা মার্কার প্রধান চেয়ারপার্সন ও সভাপতি জননেএী বাংলাদেশের সফল একটানা ২ বারের প্রধানমন্ত্রী ও জাতীর জনক শহীদ বঙ্গবন্ধুর সু-যোগ্য কণ্যা শেখ হাসিনা ও তার দলের প্রতীক মার্কার ছায়াতলে সকল অংঙ্গ সংঙ্গঠনের নানামূখি কার্যক্রমে। তারই ধারাবাহিকতা
বজায় রেখে এখনোও নিরলস কাজ করছেন নৌকা হয়ে। আসন্ন আগামী
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গত ২৪শে ডিসেম্বর সোমবার ভোর ০৬ঃ০০ টা হতে জনাব তৌফিকুল ইসলাম
নৌকা মার্কার সংসদীয় চাঁপাই সদর-৩ আসনের স্থানীয় এমপি পদের চুরান্ত প্রার্থী জনাব আঃ ওদুদ বিশ্বাস এমপির পহ্মে আসন্ন জাতীয় নির্বাচনী প্রচারণায় মাঠে, ঘাটে, গ্রাম গঞ্জের প্রতিটি বাজারে ও পাড়া মহল্লাতে নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে চলতে দেখা যায়। জনাব তৌফিকুল এর কাছে এক পর্যায়ে জানতে চাইলে প্রশ্নের জবাবে তিনি বলেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার আধুনিক শহর গড়ার অন্যতম রুপকার জনাব আঃ ওদুদ বিশ্বাস এমপি একাধারে সফল দুই বারের সংসদ সদস্য হিসেবে সকল মানুষের কাছে সৎ ও যোগ্য খেতিমান নেতা হিসেবে পরিচিত। তাই এবারের জাতীয় নির্বাচনে আমি এবং আমার সকল নেতাকর্মীগণ সহ এলাকার মানুষের জোড়ালো দাবী আরেকবার তাকে নির্বাচিত করে চাঁপাইবাসির ভাগ্যউন্নয়ণে ও সকল হ্মেএে উন্নয়ণের ধারা অব্যাহতে রেখে গণমানুষের কল্যাণের নিমিওে তার বিজয় সু-নিশ্চিত করণার্থে আমি এবং আমরা যথাক্রমেঃ ইউনিয়ণঃ
★ ৩নং বালীয়াডাঙ্গাদ ইউঃ
★ ৪নং বারোঘড়িয়া ইউঃ
★ ৫নং মহারাজপুর ইউঃ
★ ৭নং সুন্দরপুর ইউঃ সহ অএ এলাকার
সকল পাড়া মহল্লা ও গ্রামে যথাক্রমেঃ….
★বারোঘড়িয়া★লহ্মীপুর★ ফকিরপাড়া
★মিঞাপাড়া★জোড়বকুল তলা ★সুন্দরপুর★বালিয়া ডাঙ্গা ★গোখনাথপুর★ ঘোড়া ষ্ট্যান্ড★রামজীবণপুর সহ সকল সদর থানা আওতাধীন বেশ কিছু গ্রামের মানুষের একটাই আশা আগামী নির্বাচনে নৌকা মার্কার হয়ে জনাব আঃ ওদুদ বিশ্বাস এমপির আসন্ন ৩০শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিজয় সু-নিশ্চিত হওক।তাই আমি জনাব মোঃ তৌফিকুল ও সংশ্লিষ্ট এলাকার গণমানুষের ইচ্ছা পূরর্ণার্থে আমি ও আমরা তার নির্বাচনী প্রচারণায় নিজেদের সকাল-সন্ধা নিয়োজিত করছি নির্বাচনের বিজয়উল্লাস
হওয়া অবদি আমরা নৌকার এ প্রচারণা অব্যাহত রাখবো। জ্বয় বাংলা।