জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক করেন, বিমল কৃষ্ণ বিশ্বাস
কোটালীপাড়া গোপালগঞ্জ) প্রতিনিধি:
এ উপলক্ষে আজ বুধবার বেলা ১২ টায় কোটালীপাড়া সাদুল্লাপুর ইউনিয়ন, দিঘলিয়া (কালি বাড়ি) মন্দির প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি বাবু হরেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্তে ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম মুজিবুর রহমানের পরিচালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোটালী পাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দিলিপ বাড়ৈ, শেড গ্রুপের চেয়ারম্যান ও যুবলীগ নেতা ডাঃ এস বি জয় (সঞ্জয়) রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি অশোক কুমার বৈদ্য।
এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, এ দেশের হিন্দু মুসলমান বৈধ্য খ্রিষ্টীয়ান শান্তিপুর্ন সহ- অস্থান করতে পারে। তাই আমরা জননেত্রী শেখ হাসিনাকে শতভাগ ভোট দেয়ার আহ্বান জানাই। যেন জননেত্রী শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারো চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পান ।