সব

৩০ ডিসেম্বর স্বাধীনতার প্রতীক নৌকার ভোট বিপ্লব ঘটবে-দুর্জয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 26th December 2018at 10:06 pm
97 Views

কামরুল হাসান খান:

মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি বলেছেন,জননেত্রী শেখ হাসিনার আদলেই দেশ আজ উন্নয়নের জোয়াড়ে ভাসছে।এ সফলতার প্রতিফন হিসেবে আগামী ৩০ ডিসেম্বর দেশের সাধারন মানুষ স্বাধীনতার প্রতীক নৌকার ভোট বিপ্লব ঘটাবে।
বুধবার বিকেলে মানিকগঞ্জ শিবালয়ের রূপসা বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য কালে উপস্থিত নেতাকর্মী,সমর্থক, সাধারন ভোটার ও এলাকাবাসীদেরকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এফবিসিসিআইয়ের পরিচালক,জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তোসাদ্দেক হোসেন খান টিটো,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম খান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান মুরাদ, উপজেলা আ’লীগের সভাপতি রেজাুর রহমান খান জানু, সহ-সভাপতি বিকাশ সাহা,সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান আলী আহসান মিঠু,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগমসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ব বরেণ্য সাবেক এই ক্রিকেটার আরো বলেন, বিগত সময়ে যারা লুটতারাজ করেছে এবং রাজনীতির নামে জনগনের ভাগ্য নিয়ে ছলচাতুরী করেছে।তাদের বাংলার মাটি থেকে উৎখাত করতেই ৩০ ডিসেম্বর রবিবার শান্তিপ্রিয় মানুষ নৌকাকেই বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
এর আগে তিনি ঘিওরের শোলধারা, শিবালয়ের টেপড়া-কালীবাড়ী পৃথক পথসভা ও টেপড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় যোগদেন এবং পরে মালুচি ও নালীতে পৃথক পথসভায় যোগদেন।


সর্বশেষ খবর