সব

‘বাচ্চা শ্বশুর’ নিয়ে আসছেন জিৎ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 27th December 2018at 12:02 pm
80 Views

আমারবাংলা ডেস্কঃ বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’ চলতি মাসেই মুক্তি পেয়েছে। ছবিটিতে ‘বামুন’ চরিত্রে বাজিমাত করেছেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের সেই ছবি থেকে ইন্সপায়ার্ড হয়ে টালিউডে সিনেমা তৈরি হচ্ছে।

বলিউডের ওই ছবির প্লটের একাংশ নিয়ে একেবারে অন্যরকমভাবে ছবি তৈরি করছে টালিউড পরিচালক। জিৎ এর আগামী ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই এমনটা দাবি করছে নেটিজেনরা।
জানা যায়, সিনেমা প্রেমীদের দাবি জিৎ এর আগামী ছবি ‘বাচ্চা শ্বশুর’ এর ফার্স্ট লুক বের হতে না হতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমত বড় পর্দায় ফের জিৎ এবং চিরঞ্জিত একসঙ্গে। অন্যদিকে জিৎ এর শ্বশুরের চরিত্রে রয়েছেন চিরঞ্জিত।

পুরোপুরি কমেডি ছবি। কিন্তু নেটিজেনের দাবি ‘জিরো’ ছবি থেকে অনুপ্রাণিত হয়েছে ‘বাচ্চা শ্বশুর’। ‘জিরো’তে বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিত।

সেই নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য। বামন শ্বশুরকে নিয়ে জামাইয়ের নাজেহাল অবস্থা। কমেডির মোড়কে প্রথমবার টালিউড এমন ছবি উপহার দিতে চলেছে দর্শকদের। জিৎ এর বিপরীতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়।

বড়দিনে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে জিৎ প্রশংসিত হয়েছে। ছবির পোস্টারও বেশ ইন্টারেস্টিং। জিৎ এর কাঁধের উপর চেপে বসেছেন চিরঞ্জিত। অ্যানিমেশন এবং ফটোশপের কায়দায় চিরঞ্জিতের উচ্চতা বেশ খানিকটা কমিয়ে দিয়ে হাস্যকর পোস্টারের রূপ দেওয়া হয়েছে। কমেডি ছবিটির পরিচালনায় রয়েছেন পাভেল।


সর্বশেষ খবর