আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে বিমান বাহিনী প্রধান
স্টাফ রিপোর্টারঃ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার ইন্টারন্যাশনাল এয়ার ওয়ারফেয়ার সম্মেলন-২০১৬’তে যোগ দিতে তুরস্কে গেছেন।
সোমবার (২৮ মার্চ) তিনি সস্ত্রীক দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিমান বাহিনী প্রধান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়সহ তুরস্কের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
সফর শেষে আগামী ০৪ এপ্রিল বিমান বাহিনী প্রধানের তুরস্ক থেকে দেশে ফেরার কথা।