পার্লামেন্ট ভবনে রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবন লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
সোমবার অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার সময় পার্লামেন্ট ভবনের ভেতরে নিম্নকক্ষ ওলিসি জিরগার সদস্যরা বৈঠক করছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পার্লামেন্ট ভবনে তিনটি রকেট হামলা চালানো হয়। এগুলোর মধ্যে কমপক্ষে একটি পার্লামেন্ট ভবনের আঙিনায় বিস্ফোরিত হয়। সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হতাহতের সঠিক তথ্য আমরা এখনো দিতে পারছি না। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্লামেন্ট ভবনের ভেতরের আঙিনায় রকেট বিস্ফোরিত হওয়ায় কেউ হতাহত হয়নি।
প্রসঙ্গত, পার্লামেন্ট ভবনটি ভারতের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে। গত বছর ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করেছিলেন।