সব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি সেতু নির্মাণ চুক্তি সই

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 25th November 2015at 2:09 pm
21 Views

9

 

জেলা ডেস্ক ঃ  ঢাকা – চট্টগ্রাম জাতীয় মহাসড়কে তিনটি নতুন সেতু নির্মাণের কাজ আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে। এ বিষয়ে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। আজ বুধবার এই চুক্তি সই করা হয়। সওজের পক্ষে এই চুক্তিতে সই করেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এবং এই তিনটি নতুন সেতুর নির্মাণ কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে। নতুন সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সেতুগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী নামে নতুন এই তিনটি সেতু নির্মাণে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা খরচ হবে। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ হিসেবে দেবে জাপান।


সর্বশেষ খবর