ব্যানার পোস্টার অপসারণের নির্দেশ
স্টাফ রিপোর্টারঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সমস্ত ওয়ার্ড থেকে সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য কর্পোরেশনের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
মেয়র সাঈদ খোকন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীদের লাগানো পোস্টার ফেস্টুন ব্যানার অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি, এ সময়ে মধ্যে সব ধরণের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করে ফেলবেন।