চুপিসারে বাগদান সারলেন এমি জ্যাকসন
বিনোদন ডেস্কঃ প্রিয়াঙ্কা-নিক, দীপিকা-রণবীরের বিয়ের রেশ কাটতে না কাটতেই ২০১৯ সালের শুরুতেই ফের বলিউডে সাজো সাজো রব। কারণ বিয়ে করতে চলেছেন আরও এক বলি অভিনেত্রী। তিনি এমি জ্যাকসন। সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিনি তার বাগদানের খবর প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। ব্রিটিশ ব্যবসায়ী জর্জের সঙ্গে হীরের আংটি বিনিময় করে সেরে ফেললেন বাগদান পর্ব। ওই রোম্যান্টিক ছবিতে দেখা যাচ্ছে, জর্জ কপালে চুমু দিচ্ছেন এমির। জাম্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই হয়ে গেল এই শুভ কাজটি।
২০১৫ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং করছেন এমি-জর্জ। তবে এই সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে তেমন মুখ খোলেননি অভিনেত্রী। মাল্টি-মিলিওনেয়ার জর্জ এবিলিটি গ্রুপের ফাউন্ডারের ছেলে। তাদের বিলাসবহুল হোটেল রয়েছে অনেক৷ যার মধ্যে হলটন, ডবল ট্রি, পার্ক প্লাজা অন্যতম।
২০১২ সালে ‘এক দিওয়ানা থা ছবিতে অভিনয় করে এমি মন জয় করে নিয়েছিলেন সকলের। এরপর বেশ কয়েকটি ছবি করেছেন তিনি বিভিন্ন ভাষায়। ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমিকে শেষ দেখা গেছে ২.০ ছবিতে। সম্প্রতি হলিউডের ‘সুপারগার্ল’ ছবিতেও অভিনয় করেন তিনি।