চলতি অর্থবছরে ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন বেড়েছে
নিজস্ব প্রতিবেদকঃ চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন বেড়েছে। এ সময়বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪২ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়েছিল২৭ দশমিকশূন্য ২ শতাংশ। গত ছয় মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৪৯ হাজার ৫৯৫ কোটি টাকা। গত অর্থ বছরের একই সময়ে খরচ হয়েছিল ৪৪ হাজার ৩৩১ কোটি টাকা। রবিবার মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রীওসোমবার শপথ নিতে যাওয়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর শেরে-ই-বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বর্তমান অর্থ ওপরিকল্পনামন্ত্রী এবং শপথ নিতে যাওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব মো. জিয়াউলইসলাম,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতীসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিতছিলেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে মোট১ লাখ ৮০ হাজার৮৬৯ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হচ্ছে।এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা,বৈদেশিকসহায়তা থেকে ৬০ হাজার কোটিটাকা এবং মন্ত্রণালয় ও বিভাগগুলোর নিজস্ব তহবিল থেকে ৭ হাজার ৮৬৯কোটি টাকা ব্যয় করা হচ্ছে। প্রথম ছয় মাসে প্রায় অর্ধেক বাস্তবায়িত হয়েছে।
গত ছয়মাসে যে পরিমান এডিপি বাস্তবায়িত হয়েছে তার মধ্যে সরকারের নিজস্ব তহবিলের বরাদ্দ থেকে ২৮ হাজার৮৭৭ কোটি টাকা,যা বরাদ্দের ২৫ দশমিক ৫৫ শতাংশ, বৈদেশিক সহায়তা থেকে খরচ হয়েছে ১৭ হাজার ৮১৩ কোটি টাকা, যা বরাদ্দের ২৯ দশমিক ৬৯ শতাংশ এবং মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৯০৫ কোটিটাকা,যাবরাদ্দের৩৬ দশমিক৯২ শতাংশ।
এক প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় আরো প্রগতিশীল হবে, আমি সেখানেও এই মন্ত্রনালয়েরমত সফল হব ইনশাল্লাহ। আগামী কাল থেকেই কাজ শুরু হবে। অর্থমন্ত্রণালয়ের বিশালতা ও পরিসর অনেক বাড়বে।আমার শিক্ষা ও অর্জিত জ্ঞান দিয়ে অর্থমন্ত্রণালয়কে এগিয়ে নেব। আমি মিথ্যা আশ^াস দিব না।আমি ফেল করবো না।প্রধানমন্ত্রীর হাত ধরেআমরা এগিয়ে যাব। আমি আগে দেখবো কোন কান জায়গায় কিকি সমস্যা আছে বা কি অবস্থায়আছে তারপর কাজ করবো। আমি কাজ করবো নাম্বার বেইজ, অবজেকটিভ বেইজ এবং টাইম বেইজ। বিনিয়োগ এবংব্যাংকিং খাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সমস্যার সমাধান হবে। আমি সে লক্ষ্যেই কাজ করবো।