সব

মাইলষ্টোন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের আন্দোলন!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 7th January 2019at 3:47 pm
116 Views

মোঃশাহজালাল জুয়েলঃ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান পড়াশুনার চাপ কমানো জরুরি। এ লক্ষে উত্তরার মাইলষ্টোন স্কুলের ইংলিশ ভার্ষন এর তৃতিয় শ্রেনির ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা শনিবার ক্লাশ না করানোর আন্দোলন শুরু করেছিল গত ০৬.০১.২০১৯ ইং রোজ রবিবার সকাল ৮.৩০ ঘটিকার সময়, সে সময় তৃতীয় শ্রেনির সকল অভিবাবকরা অধ্যক্ষের বরাবর একটি দরখাস্ত নিয়ে মাইলস্টোন অফিসে যায়,পরে অফিসে দায়িত্বে থাকা শিক্ষিকা পরের দিন আসার জন্য অনুরোধ করেন,তিনি বলেন অধ্যক্ষ কাল আপনাদের সাথে এ বিষয়ে কথা বলবেন।
অধ্য ০৭.০১.২০১৯ ইং তারিখে অভিবাবকরা শনিবার ক্লাস না করানো ও আগের সিডিউলে ক্লাসের সময় আনার জন্য আবার একত্রিত হতে থাকে।
এসময়,বাচ্চাদের অভিবাককেরা বলেন তৃতীয় শ্রেনিতে পড়ুয়া আমাদের বাচ্চাদের বয়সী বা কত? এর মধ্যে আবার রেস্ট নেয়ার দিনটাও ক্লাস দিয়ে দিয়েছে,শুক্রবার আমাদের বাচ্চাদের অন্যান্ন কারিকুলামে ক্লাশ করিয়ে থাকি,তাই শুক্রবারে ওদের রেষ্ট নেয়া হয়না।

এখন আবার ক্লাশের পাশাপাশি কুচিং করিয়ে বাচ্চাদের বাসায় যেতে যেতে ৪.০০ (চার) টা বেজে যায়,এটুকু বয়সের বাচ্চারা সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত পড়াশুনা করাটা ওদের ওনেক চাপ হয়ে যায়,তাই সকাল ৮.৩০ থেকে ০১.৫০ পর্যন্ত যে ক্লাশ সিডিউল করা হয়েছে তা পরিবর্তন করে আগের সময় সকাল ৮.০০ থকে দুপুর ১২.৫০করা হোক।

আভিবাবকেরা আধক্ষের বরাবর দরখাস্তে সকলের সই নিয়ে মাইলস্টোন আফিসে যায়, কিছুক্ষন পর অধ্যক্ষ নুরুন্নবি সেখানে এসে উপস্থিত হন সে সময়…তিনি বলেনঃ- আমাদের এখন আর কোন লক্ষ নেই,আমাদের একমাত্র লক্ষ আপনাদের বাচ্চাদের ভালোথাকা ও তাদের ভবিষ্যৎ । আমার পরিবারেও বাচ্চা আছে,নাতি আছে যারা আপনাদের বাচ্চাদের বয়সি,আমি যে নিয়ম করেছি তা সবার ভালোর জনযেই,তবে যদি আপনারা চান তাহলে আমি শনিবার ক্লাশ বন্ধ করে দিবো, কিন্তু এই শনিবার ক্লাশ চালু করতে আমাদের অনেক কিছুর পরিবর্তন করতে হয়েছে,আমরা আস্তে আস্তে সব দিকটার কাজ শেষ করে আপনাদের মতমতের দিক বিবেচনা করে শনিবারের সিডিঊল পরিবর্তন করে দিবো। এই নিয়ম চালু করতে একটু সময় লাগবে।আর সকাল ৮.৩০ মিনিট থেকে ১২.৫০ পর্যন্ত ক্লাশ করানোর যে আবেদন আপনারা করেছেন আমরা খুব তারাতারি পরিবর্তন করে দিবো।


সর্বশেষ খবর