সব

এক ম্যাচ দিয়ে ওয়ার্নারকে বিচার করা যায় না: তানভীর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 8th January 2019at 11:29 am
FILED AS: খেলা
97 Views

খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে প্রথমবার খেলতে আসা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অভিষেক ম্যাচে করেছেন ১৩ বলে ১৪ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে তার দল সিলেট সিক্সার্স। তবে অজি এই ওপেনারকে এক ম্যাচ দিয়ে বিচার করা ঠিক হবে বলে মনে করছেন সিলেটের আরেক বিদেশি খেলোয়াড় সোহেল তানভীর।

তিনি বলেন, ‘অবশ্যই প্রথম ম্যাচে আমরা যেই ফলাফল চেয়েছি সেটা পাইনি। ইতিবাচক ব্যাপার হচ্ছে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা ভালো লড়াই করেছি। এক সময় মনে হয়েছিল আমরা জিততে পারবো। ভালো বল করেছি, ফিল্ডিংও ভালো করেছি। আশা করি এই ইতিবাচক জিনিস গুলো আমরা পরের ম্যাচে নিতে পারবো এবং জেতার চেষ্টা করবো।’
পাকিস্তানি এই তারকা পেসার আরও বলেন, ‘মাত্র একটি ম্যাচ হয়েছে। আপনি একজন অধিনায়ককে এক ম্যাচ দিয়ে বিচার করতে পারেন না। সে অভিজ্ঞ ক্রিকেটার। অন্য অনেক ফ্র্যাঞ্চাইজির হয়ে সে অধিনায়কত্ব করেছে। আমি তাকে কানাডায় দেখেছি, সেখানেও ভালো করেছে। আশা করি আমাদের জন্যও ভালো করবে।’

সিলেটের পরের ম্যাচ আগামী বুধবার। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম ভাইকিংস।


সর্বশেষ খবর