সব

‘স্মিথ সব দিক থেকেই ভালো’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 8th January 2019at 11:30 am
FILED AS: খেলা
104 Views

খেলাধুলা ডস্কঃ প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেই নেতৃত্ব পেয়েছেন। তার অধিনায়কত্বের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটাও হয়েছে জয় দিয়ে।

সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়ের ম্যাচে ২ উইকেট নেওয়া মেহেদী হাসান সোমবার সাংবাদিকদের বলেন, ‘স্মিথ অধিনায়ক হিসেবে, মানুষ হিসেবে, সব দিক থেকেই ভালো। সব কিছুই ভালো লেগেছে। ম্যাচে নিজেকে এবং সবাইকে ব্যস্ত রাখে সে, যেটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য অনেক জরুরি। সবাইকে সে খেলায় মনোযোগী রাখে।’
২৪ বছর বয়সি এই অফ স্পিনার আরও বলেন, ‘আসলে তার জন্য একদিনেই সবার সাথে মানিয়ে নেওয়া সম্ভব নয়। সময় লাগবে। খেলতে খেলতে সে আমাদের উন্নতির জন্য আরো সাহায্য করতে পারবে। সবার সাথেই সে অনেক মিশুক।’

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে স্মিথের দল।


সর্বশেষ খবর