হাসপাতালে হাসানুল হক ইনু
স্টাফ রিপোটারঃ বুকে ব্যাথা অনুভব করায় সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। প্রথমে তাকে কয়েক ঘণ্টা আইসিইউতে রাখা হয়। পরে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু জয়ী হন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জাসদের একাংশের নেতা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা।