কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
কোটালীপাড়া প্রতিনিধি- রনী আহম্মেদ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, লেখক, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী বেলা ১১টায় নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ মাঠ চত্বরে নির্মল সেন স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।
গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- স্কুল এন্ড মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম হাওলাদার। নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি স্কুল এন্ড মহিলা কলেজের অধ্যক্ষ এসএলআর কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন, উদীচী সভাপতি অশোক কর্মকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমাজ সেবক কাজী আঃ হান্নান, সাংবাদিক গৌরাঙ্গলাল দাস, সাংবাদিক ও লেখক খান চমন-ই এলাহী। বক্তারা নির্মল সেনের জীবনীর উপর স্মৃতিচারণ মূলক আলোচনা করেন এবং তার শেষ স্বপ্ন স্কুল এন্ড মহিলা কলেজটির উন্নয়নের জন্য সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি কাজী পলাশ, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক শাহ আলম মিয়া, রনী আহম্মেদ, ইমরান হোসেন, বাচ্চু হাওলাদার, জাহিদুল ইসলাম দাড়িয়া সহ বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সাংবাদিক কংকন সেন। উল্লেখ্য যে, ১৯৩০সালের ৩ আগষ্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন ও ৮ জানুয়ারী ২০১৩ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।