কানাডা প্রবাসী কবি এসবিএম ইকবাল-এর জন্মদিনে সাউন্ডবাংলা’র বই প্রকাশনা ও সম্মাননা উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ নাডা প্রবাসী কবি এসবিএম ইকবাল-এর জন্মদিনে সাউন্ডবাংলা’র বই প্রকাশনা ও সম্মাননা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মেধা তালিকায় অবস্থানের মধ্য দিয়ে আলোচিত ৮০ ও দশকের মেধাবী বুয়েটিয়ান প্রকৌশলী কবি এসবিএম ইকবালের লেখা ‘ ছোট্ট দুটি কথা নিয়ে অনেক ব্যথা’ এবং Rhymes of the Time’ গ্রন্থের প্রকাশনায়োজনে বুয়েটের প্রফেসর প্রকৌশলী জালাল আহমেদ, প্রকৌশলী মোখলেসুর রহমান, ব্যাংকার নাজমুল হক, প্রকৌশলী সাঈদ পারভেজ, সাউন্ডবাংলার মহাপরিচালক শান্তা ফারজানা, নির্বাহী পরিচালক মোমিন মেহেদী, লায়ন জেবিন সুলতানা কান্তা, জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি চঞ্চল মেহমুদ কাশেম, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, রোদসী সভাপতি কবি রিপন শান, আহমেদ আল কবির চৌধুরী, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান সমীরণ রায়, নতুনধারা বাংলাদেশ এনডিবির মহাসচিব হাসিবুল হক পুনম প্রমুখ বক্তব্য রাখেন।
.বিসিডব্লিউ অডিটরিয়ামে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। উৎসবে গান পরিবেশন করেন শিল্পী গোলাম নবী পান্না। এরপর নতুন লেখক পুরস্কার বিজয়ী ১১ জনকে নগদ ১ হাজার টাকা, ক্রেস্ট-এর পাশাপাশি সাউন্ডবাংলা বই সম্মাননা প্রদান করা হয় ১০ জন খ্যাতিমান ব্যক্তিকে।