সব

অস্ত্রোপচারে একযোগে ৪ সন্তানের মা হলেন চাঁপাইনবাবগঞ্জের নাজনীন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th January 2019at 2:41 pm
112 Views
ফারহাদ রাজ ফাহিমঃরাজশাহীঃ
রাজশাহীতে একই সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন সৌভাগ্যবতী মা নাজনিন নাহার (২৮) নামে এক গৃহবধূ। ৮ই জানুয়ারী ২০১৯ইং মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের ভূমিষ্ট করতে মৌলিক ভূমিকা রাখেন ড. ফাতেমা সিদ্দিকা। চার সন্তান এর মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে। নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ এলাকার মামুনুর রশিদের স্ত্রী।
নাজনীন এর স্বামী  মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে কর্মরত রয়েছেন। মামুনুর রশিদ জানান, রাজশাহী
মহানগরীর একটি বেসরকারী হাসপাতালের গাইনি চিকিৎসক ডাঃ ফাতেমা সিদ্দিকার নিকট স্ত্রী নাজনীন চিকিৎসা নিয়ে আসছিলেন। হঠাৎ সোমবার তার স্ত্রী নাজনিন নাহার এর পেটে ব্যাথা হলে দ্রুত রাজশাহী নিয়ে যান পরিবারবর্গ। রাজশাহী মহানগরীর (ব্যক্তি পরিচালিত) মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার নামক হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রী নাজনীন (২৮) কে।
সেখানে গাইনী চিকিৎসক ফাতেমা সিদ্দিকা আনুঃ বিকেল সময় ০৩ঃ৩০ এর দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার (কথিত সিজার) করে সন্তানগুলো ভূমিষ্টে অস্রপচার শুরু করেন। অস্রপচার নির্ভূল ও সফলতার সহিত সম্পন্ন করতেই, পৃথিবীর আলো পেলো মামুন, নাজনীন দম্পতির কূল ভরে একএে ৪ টি সন্তান।
জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুইটির ওজন আড়াই পাউন্ড ও মেয়ে শিশু দুইটির ওজন ২ পাউন্ড।
শিশু চারটির দাদা মনসুর রহমান বলেন, এক সঙ্গে চার অতিথি ( দুই ছেলে ও দুই মেয়ে) পরিবারে নতুন করে আসায় তার খুশির শেষ নেই। নতুন অতিথিদের পেয়ে তার পরিবারবর্গ আত্মীয় স্বজন সহ এলাকার পাড়াপ্রতিবেশিরাও সবাই বেশ আনন্দিত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রাজশাহীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে কর্মরত
দায়িত্বশীল চিকিৎসক ও কর্তৃপক্ষ।
Attachments area

সর্বশেষ খবর