আক্তারুজ্জামান মঞ্জু‘র মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক
নিজস্ব প্রতিনিধিঃ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন, বাংলাদেশ ( আইএসপিএ,বি) এর সাবেক সভাপতি মো: আক্তারুজ্জামান মঞ্জু‘র মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আক্তারুজ্জামান মঞ্জু আইএসপিএবি‘র ৫ মেয়াদের সভাপতি ছিলেন। মন্ত্রী আজ এক শোক বার্তায় দেশের প্রযুক্তি বিকাশে মরহুম
আক্তারুজ্জামানের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, তার মৃৃর্তুতে দেশের প্রযুক্তি শিল্প একজন দক্ষ উদ্যোক্তা হারালো।
তিনি বলেন, আইএসপিএ,বি বিকশিত করতে তার অবদান চির অম্লান হযে থাকবে – । তার মৃত্যুতে তথ্যপ্রযুক্তিসহ ইন্ডাস্ট্রিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ হবার নয়। মন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন। জনাব আক্তারুজারুজ্জামান আজ সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি ১৯৪৮ সালে ঢাকার মালিবাগে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
এছাড়াও তিনি আইএসএন, এফএ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাইটেক স্পেয়ার্স লিমিটেড এবং এসএআরএম এসোসিয়েটস লিমিটেডের পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী ও অগণিত হিতাকাঙ্খী রেখে গেছেন।