সব

নবজাতক-মানসিক ভারসাম্যহীন মাকে বাঁচাল পুলিশ কর্মকর্তা মাসুদ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th January 2019at 6:00 pm
89 Views

ডেস্ক রিপোর্টঃ সোমবার (৭ জানুয়ারি) আগ্রাবাদ এলাকায় ফুটপাতে কন্যা শিশুর জন্ম দেন মানসিক ভারসাম্যহীন এক নারী। তাদের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন মাসুদ । তিনি ডবলমুরিং থানার দেত্তয়াহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ।

ফুটপাতে জন্ম নেয়া নবজাতক ও তার মাকে বাঁচিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের এই পুলিশ কর্মকর্তা। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মাসুদ বলেন, অন্যান্য স্বাভাবিক দিনের মতোই গত সোমবার কাজ শেষ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ খবর আসে নগরীর আগ্রাবাদ এলাকায় নালার পাশে ফুটপাতে এক নবজাতক কন্যা শিশুর জন্ম হয়েছে। আর তাকে জন্ম দিয়েছে মানসিক ভারসাম্যহীন এক নারী। নাম রোজিনা।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এস আই মাসুদ। তীব্র ঠাণ্ডায় তখন অনেকটাই বিপর্যস্ত ও নাজুক অবস্থা নবজাতক শিশু ও মায়ের। মায়ের নাড়িতে আবদ্ধ হয়ে থাকা সদ্যোজাত শিশুটি যেমন কাঁদছিল তেমনি দুর্বল শরীরে ভেসে আসছিল প্রসূতির বাঁচার আকুতিও। দীর্ঘক্ষণ ফুটপাতে পড়ে থাকলেও তাদের উদ্ধারে এগিয়ে আসেনি কেউ। কোনো কিছু না ভেবেই জীবন বাঁচাতে সদ্য পৃথিবীর আলো দেখা শিশু ও মাকে গাড়িতে তুলে নিয়ে ভর্তি করা হল মা ও শিশু হাসপাতালে। র্তমানে মা ও নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।


সর্বশেষ খবর