সব

ব্যর্থতা কমিশনের হাইকোর্টের রুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th January 2019at 6:10 pm
96 Views

আনলাইন ডেস্কঃ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (০৯ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে মিরপুরে গৃহকর্মী খাদিজা আক্তার নির্যাতনের ঘটনায় পাঁচ বছরেও পুলিশ মানবাধিকার বিষয়ক প্রতিবেদন দিতে কেন ব্যর্থ হয়েছে, তা ৩০ দিনের মধ্যে জানাতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২০১৩ সালে রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি জাতীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়। ওই রিপোর্টের পরে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার কমিশনে ব্যবস্থা নিতে চিঠি দেয়। এরপর পাঁচ বছর কেটে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।


সর্বশেষ খবর