সব

মুস্তাফিজের সেঞ্চুরি!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th January 2019at 4:35 pm
FILED AS: খেলা
127 Views

খেলাধুলা ডেস্কঃ তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে একশ উইকেট শিকারের নতুন কীর্তি গড়েছেন রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। বিপিএলে বুধবার রাতে খুলনা টাইটান্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন কাটার মাস্টার।

৯৮ উইকেট নিয়ে বিপিএল শুরু করেছিলেন মুস্তাফিজ। কিন্তু প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কোনো উইকেটের দেখা পাননি। ফলে অপেক্ষা বাড়ে। নিজের ৭৮তম টি-২০ ম্যাচে খুলনার ওপেনার পল স্টার্লিংকে আউট করে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। পরে মাহমুদুল্লাহ ফিরিয়ে সেঞ্চুরি পূর্ণ করে তিনি।
মুস্তাফিজুর রহমানের ১০০ উইকেটের মধ্যে আন্তর্জাতিক উইকেট ৪৮টি। ৭৮ ম্যাচে ১০০ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের বোলিং গড় ২১.১০। এক ইনিংসে চার উইকেট দুইটি ও পাঁচ উইকেট রয়েছে একটি।

এর আগে, বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের ৩২৫টি। এরপর ১২৩টি উইকেট রয়েছে মাশরাফি বিন মুর্তজার। শততম উইকেটের মাইলফলকের কাছাকাছি আছেন আরেক পেসার আল-আমিন হোসেন। তার উইকেট সংখ্যা ৯৮।


সর্বশেষ খবর