সব

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি; ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তাকে কারাগারে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th January 2019at 4:39 pm
99 Views

আমারবাংলা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের এক আদালত। মায়া সান্তোষ দেগুইতো নামের সেই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের আটটি অভিযোগ আনা হয়েছে।

মায়া সান্তোষ দেগুইতো ম্যানিলা ভিত্তিক রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনে কাজ করতেন। তাকে ৩২-৫৬ বছরের জেল দেয়া হয়েছে। প্রতিটি অপরাধের জন্য দেয়া হয়েছে চার থেকে ৭ বছরের জেল। মায়াকে জরিমানা হিসেবে ১০৯ মার্কিন ডলার পরিশোধেরও নির্দেশ দেয়া হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এ ঘটনা সেসময় বিশ্বব্যাপী আলোড়ন ফেলেছিল। দুর্বৃত্তরা সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে করা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই অর্থ চুরি করে। সেই অর্থ সোজা চলে আসে ম্যানিলার রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনে যার প্রধান কর্মকর্তা ছিলেন মায়া। পরে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া সেই অর্থ ফিলিপাইনের ক্যাসিনো ইন্ড্রাস্ট্রির মাধ্যমে গায়েব করে দেয়া হয়।

সূত্র: মালয় মেইল


সর্বশেষ খবর