সব

মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 14th January 2019at 5:21 pm
84 Views

স্টাফ রিপোর্টারঃ আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২১ জানুয়ারি সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার ওই বৈঠক হবে।

গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। একইদিন শপথ মন্ত্রিসভার সদস্যরাও। এই শপথের মধ্যে দিয়েই টানা তৃতীয়বারের মত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়লেন ইতিহাস। ঐতিহাসিক এ নবযাত্রায় নতুনদের প্রতি আস্থা রাখলেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ৪৭ জনের মন্ত্রিসভায় ২৭ জনই নতুন মুখ।


সর্বশেষ খবর