দুদকের মামলায় জামিন পেয়েছে আব্বাস দম্পতি
ডেস্ক রিপোর্টঃ প্রায় ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস।
আদালতে আব্বাস দম্পতির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী জহিরুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আট সপ্তাহ পর তাদের ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।