সব

তরুণীর ছবি তোলায় বৃদ্ধ আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th March 2016at 12:45 pm
28 Views

35আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত বাসে ঘুমন্ত অবস্থায় এক তরুণীর ছবি তোলায় ভবানন্দনাথ বিশ্বাস (৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

তরুণী সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।

সোমবার বিকালে অফিস থেকে বাড়ি ফেরার সময়ে বাসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙলে ওই তরুণী দেখেন, পাশের আসনে বসে থাকা ভবানন্দ মোবাইলে তার ছবি তুলছেন।

তিনি ভবানন্দের মোবাইলটি কেড়ে নেন। পরীক্ষা করে দেখা যায়, ঘুমিয়ে থাকার সময়ে ভবানন্দ ওই তরুণীর দু’টি ভিডিওসহ বেশ কয়েকটি ছবি তুলেছেন।

পরে বাস থামিয়ে ওই তরুণী পুলিশকে বিষয়টি জানালে ভবানন্দকে আটক করা হয়। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের বাসিন্দা।


সর্বশেষ খবর