আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে দা রক
বিনোদন ডেস্কঃ ছিলেন জনপ্রিয় রেসলিং তারকা। এখন হলিউডের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা। ভবিষ্যতে হতে চান আমেরিকার প্রেসিডেন্ট।
সম্প্রতি দ্য হিল পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোয়াইন জনসন ওরফে দ্য রক। এর পরিপ্রেক্ষিতে রাজনীতি নিয়ে নিজের স্বপ্নের আভাস দিয়েছেন তিনি।
৪৩ বছর বয়সী এই অভিনেতা প্রতিবেদনটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আমি কেনো প্রেসিডেন্ট হতে পারি তার কিছু দিক উল্লেখ রয়েছে এখানে।
সম্ভবত একদিন হোয়াইট হাউস আমাকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করবে।’
এদিকে, এর আগেও হোয়াইট হাউসের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন ডোয়াইন জনসন। ২০১২ সালে যখন অভিনয়ের দিকে রক জোর দিচ্ছিলেন সেসময়ই তিনি বলেছিলেন, ‘এমন একদিন আসবে আমি হয়তো রাজনীতি দিয়ে মানুষের ওপর প্রভাব ফেলতে পারব।’