সব

আত্নার ওজন কি? ২১ গ্রাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th March 2016at 12:04 pm
26 Views

33ডেস্ক রিপোর্টঃ  ১৯০১ সালে ডানকন ম্যাকডোউগাল মানুষের আত্মা সত্যি আছে কিনা তা পরীক্ষা করার চেষ্টা করেন।

এই চেষ্টা করতে গিয়ে বিজ্ঞানীদের সামনে ডানকন ঠিক মৃত্যুর আগের মুহূর্তে ও ঠিক পরের মুহূর্তে হাসপাতালের মোট ৬ জন রোগীর ওজন করেন। ৬ জন রোগীর ক্ষেত্রেই দেখা যায় মৃত্যুর পরে ২১ গ্রাম ওজন কমেছে।

ডানকন বলেন, ওই ২১ গ্রাম আসলে মানুষের আত্মার ওজন। বিজ্ঞানীরা ডানকনের এই যুক্তি খারিজ করে দেন।

কিন্তু ২১ গ্রাম ওজন কেন কমল তা বলতে পারেননি!

এই তথ্যটি ‘অসাধারণ জ্ঞান’ নামের বইটি থেকে নেওয়া হয়েছে।  খবর:অনলাইন।


সর্বশেষ খবর