হামলার প্রতিশোধ নেয়া হবে: নওয়াজ
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th March 2016at 10:08 am
FILED AS: আন্তর্জাতিক
18 Views
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহতের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তিনি এই হামলার প্রতিশোধ নেবেন।
ইস্টার সানডের দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। আহত তিন শতাধিক।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা আশংকা করছেন।
এই হামলার দায় স্বীকার করেছে তালিবানের পাকিস্তানি অংশ জামায়াতুল আহরার।
হামলার সাথে জড়িত সন্দেহে বেশ কিছু মানুষকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।