পুলিশ সদস্যের কল্যাণে এ্যাম্বুলেন্স দিল নাভানা গ্রুপ
অনলাইন ডেস্কঃ ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অসুস্থ সদস্য ও তাদের পরিবারের কল্যাণে একটি নুতন এ্যাম্বুলেন্স উপহার দিল নাভানা গ্রুপ লিমিটেড। আজ ১৬ জানুয়ারি’১৯ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম এর হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। এসময় ডিএমপি ও নাভানা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নাভানা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় ২ কোটি মানুষের নিরাপত্তায় রাত-দিন কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা ঢাকা মহানগরীতে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকার বদ্ধ। জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া আইন শৃংখলা উন্নতি সম্ভব না। ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে ডিএমপি নগরবাসীকে সেবা করে যাচ্ছে। অসুস্থ পুলিশ সদস্য ও তাদের পরিবারকে চিকিৎসার জন্যে দ্রুত হাসপাতালে নিতে এই এ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশকে সহায়তা করায় নাভানা গ্রুপকে ধন্যবাদ জানান কমিশনার।