সব

টিআইবি’র রিপোর্ট মনগড়াঃ তথ্যমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th January 2019at 6:22 pm
96 Views

 

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত রিপোর্টকে একপেশে, মনগড়া, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, টিআইবির উপস্থাপিত রিপোর্টের সঙ্গে ঐক্যফ্রন্ট, বিএনপি ও জামায়াতের রিপোর্টের কোনও পার্থক্য নেই। এ রিপোর্ট প্রকাশ করে টিআইবি বিএনপি-জামায়াতের মতো পরাজিত পক্ষকে কথা বলার সুযোগ করে দিয়েছে। তাদের পক্ষেই এ রিপোর্ট উপস্থাপিত হয়েছে।

মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিআইবির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ যখন বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেছে, তখন টিআইবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ত্রুটিপূর্ণ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের এ রিপোর্ট মোটেও গ্রহণযোগ্য নয়।


সর্বশেষ খবর