সব

‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th January 2019at 7:19 pm
112 Views

 

স্টাফ রিপোর্টারঃ ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আহ্বায়ক করে ১২ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সদস্য রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার একথা জানানো হয়েছে।

‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সদস্যরা হলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির বৈঠক প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। মন্ত্রী পরিষদ বিভাগ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সহায়তা দিবে। এ বিষয়ে পূর্বের মন্ত্রিসভা কমিটি বাতিল বলে গণ্য হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ খবর