চাাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th January 2019at 10:24 pm
FILED AS: জেলা সংবাদ
104 Views
ফারহাদ রাজ ফাহিম রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি পুলিশের চৌখশ অভিযানে পাঁচ দিনের মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করলো জেলা ডিবি দল। এছাড়াও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ঐ দল।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাহিদ সাংবাদিকদের’কে জানান, গত ১১ জানুয়ারি শুক্রবার পৌর এলাকার বটতলাহাট থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগের ভিত্তিতে ১৪’জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে, গোপন সূএের তথ্যের ভিওিতে ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ডিবি পুলিশের একটি দল।
এ সময় একই ইউনিয়নের একবরপুর গ্রামের মৃত দানেশের ছেলে বিপ্লব (৩২) ও মুসলিমের ছেলে ফরহাদ (২৭)কে, মটরসাইক্যাল চুরির সংঙ্গে সম্পৃক্ততা থাকার অপরাধে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে উভয় দোষী ব্যাক্তিদ্বয় তাদের অপকর্মের দোষ স্বিকার করেছে। আসামিদ্বয় কে শিবগঞ্জ থানায় সর্পোর্দ করা হয়েছে। বিচার প্রকৃয়াধীন হবে বলেও জানিয়েছেন থানা কর্তৃপহ্ম।
Attachments area