সব

সংরক্ষিত আসন ৫০ ফরম ১৫১০টি আয় ৪ কোটি ৫৩ লাখ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th January 2019at 11:44 pm
108 Views
ফরম ১৫১০টি আয় ৪ কোটি ৫৩ লাখ

 

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম ফরম বিক্রি শেষ হয়েছে। চার দিনে দলটির মোট ফরম বিক্রি হয়েছে ১৫১০টি। যা থেকে আয় ৪ কোটি ৫৩ লাখ টাকা।

শুক্রবার সন্ধ্যা ৬টা শেষ দিনে ফরম বিক্রি হয়েছে ১২৭টি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এসব তথ্য জানান। জমা পড়েছে ১৪১৫টি। প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। আগামী রবিবার পর্যন্ত ফরম জমা দিতে পারবেন সংগ্রহকারীরা।

গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারই এত বিপুল সংখ্যক নারী সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য ফরম কিনলেন নারী সদস্যরা ।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ (এমপি) নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।


সর্বশেষ খবর