“সাতকাহনের” দুইটি স্টল দিলো ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় !
মোঃশাহজালাল জুয়েলঃ এবারের বাণিজ্য মেলায় রয়েছে দেশের সেরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ও অনলাইনে আলোরন সৃষ্টি কারি জনপ্রিয় সব শাড়ির সমাহার “সাতকাহন” ব্রেন্ডের স্টল ! যা নিয়ে এসেছে দেশের প্রথম সারির অনলাইন শপ সাতকাহনের পরিবারবর্গ।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার বাংলাদেশ তাঁত বোর্ডের প্যাভিলিয়নে গেলেই দেখতে পাবেন রকমারি সব শাড়ির আয়োজন।মনের মতো শাড়ি পেতে সাতকাহন-ই ভরসা এই স্লোগান নিয়ে সাতকাহন শাড়ির বানিজ্য মেলায় যাত্রা শুরু।
সাতকাহন শাড়ির শো-রুমে উদ্বোধনী দিন আসা বিভিন্য শাড়ির ছবি তোলা ও দাম যেনে নেওয়ার সুযোগ পান অনেক দর্শনার্থী। বানিজ্য মেলায় যাত্রা শুরু উপলক্ষে কেনাকাটার জন্য ক্রেতাদের দেওয়া হয় আকর্ষণীয় গিফট।
বানিজ্যমেলায় এই প্রথম সাতকাহনের শাড়ি সবার কাছে পৌঁছে দেয়া উপলক্ষে সাতকাহনের অন্যতম সত্ত্বাধিকারী নুরুন্নাহার নীলা আমারবাংলা২৪.কম.বিডিকে বলেন, আমাদের দেশের সেই পুরনো ঐতিহ্য আবার ফিরে আসুক। বাঙালি নারীদের সেরা পছন্দের পোশাক শাড়ি। আর সাতকাহনের শাড়ি বাঙালি নারীদের সেই চাহিদা পূরণ করে আসছে প্রায় অনেকদিন ধরে। আমরা “সাতকাহন” সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রাখবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেনঃ-শাড়ি ছাড়াও আমাদের কাছে থ্রিপিচ,কুর্তি,আমাদের নিজেদের বানানো বিভিন্ন গহনা যা অবশ্যই যে কোন মেয়ে ও নাড়িদের মনে আকৃষ্ট করবে,শাড়ির মধ্যে আছে সিল্ক,হাফ সিল্ক,তসর,দেশী কাতান,হেন্ডলুম,সুতি শাড়ী, কস্তুরি সুতি শাড়ী, এন্ডি কটন শাড়ি ।
আপনারা সবাই আসুন দেখুন ও কিনুন,আমরা অব্যসই সবার থেকে আলাদা। আমাদের উত্তরায় যে আউটলেটটি আছে তার ঠিকানা হলো-হাউজ-৬৩,রোড-১৮,সেক্টর-০৭,উত্তরা ,ঢাক-১২৩০ ফোন – ০১৭১৭৪৬৬৮৯ আর বাণিজ্য মেলে চলাকালিন নতুন নতুন সব কালেকশানের জন চলে আসুন স্টলঃ সাতকাহন পেভিলিয়ন-০৯,বাংলাদেশ তাঁত বোর্ড মেইন গেইট দিয়ে ঢুকেই হাতের বাম পাশে ।