পাসপোর্টে সংশোধনের সুযোগ থাকলেও খালি হাতে ফিরতে হচ্ছে প্রবাসীদের
ফ্রান্স থেকে মো:মামুনুর রশীদ রাজেলঃ পাসপোর্টের নাম কিংবা বয়স সংশোধনের জন্য ফ্রান্সের প্রবাসীরা নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়ে থাকেন। ঐ দিনে পাসপোর্ট এর জন্য ফ্রান্সের দূতাবাসে গিয়ে দিন শেষে নানা অযুহাতে পাসপোর্ট না পেয়ে শুন্য হাতে ফিরতে হয় অনেক প্রবাসীকেই।
শুন্য হাতে ফিরে আসা প্রবাসীরা প্রতিনিয়ত নিজেদের দূর্ভোগের চিত্র ফেসবুক পেজে শেয়ার করছেন। যদিও পাসপোর্ট নীতিমালায় নাম কিংবা বয়স সংশোধনের সুযোগ এখনও রয়েছে।
কিন্তু দূতাবাস কর্মকর্তাদের দায়সারা ভাবের কারনে ফ্রান্স, ইতালি সহ ইউরোপ প্রবাসীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
কিন্তু দূতাবাস কর্মকর্তরা বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে প্রবাসীদের।সম্প্রতি ইতালি সরকার অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে।কিন্তু নিজ দেশের পাসপোর্ট না পাবার কারনে এই সুযোগটিকে কাজে লাগাতে পারছেন না।
আর এ কারণে প্রবাসীদের মধ্যে এক ধরনের হতাশার ছায়া বিরাজমান। দেশে নতুন প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী হয়েছেন সিলেটের নব নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ। ইউরোপের ভুক্তভোগী প্রবাসীরা এ অবস্থা থেকে উত্তরণ তার সুদৃষ্টি কামনা করছেন।