সব

নিজামীর রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th March 2016at 1:05 pm
46 Views

37স্টাফ রিপোর্টারঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন।

রিভিউয়ে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে খালাস চাওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ আবেদন করেন তার আইনজীবীরা।

নিজামীর ছেলে ও তার আইনজীবী ব্যারিস্টার নাজীব মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আপিলের চূড়ান্ত রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ করার বাধ্যবাধকতা থাকায় মঙ্গলবার শেষ দিন রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন নিজামী।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর গত ১৫ মার্চ এ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা।

রায় প্রকাশের পর ওইদিন রাতে নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরদিন বুধবার সকালে এই পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর তা পড়ে শোনানো হয় নিজামীকে।

ওইদিনই মৃত্যু পরোয়ানা শোনার পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে রিভিউর সিদ্ধান্ত নেয় জামায়াতের এই শীর্ষ নেতা।

তার আইনজীবীরা জানান, নিজামীর বিশ্বাস মিথ্যা ও অসত্যের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। রিভিউতে তিনি খালাস পাবেন।


সর্বশেষ খবর