দেশে তামশা চলছে,ভোট ছাড়াই নির্বাচিত : দুদু
স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, অদ্ভুত এক দেশে আমরা বসবাস করছি। ২০১৪ সাল থেকে নির্বাচনের নামে দেশে তামশা শুরু হয়েছে। ভোট ছাড়াই সবাই নির্বাচিত হচ্ছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কর্তৃক সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গায় তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
তাই সরকারকে বলবো অনতিবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর সেটি করতে ব্যর্থ হলে গণঅভ্যুত্থানের চেয়েও ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
এ সময় তিনি যত দ্রুত সম্ভব তনু হত্যা বিষয়ে সেনাবাহিনীকে তাদের বক্তব্য পরিষ্কার করার আহ্বান জানান।
দুদু আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ব্যর্থতা ও দায় স্বীকার করেই গভর্নর আতিয়ার রহমান পদত্যাগ করেছেন।
কিন্তু এই ব্যর্থতা ও অব্যবস্থাপনার সঙ্গে যে অর্থমন্ত্রী জড়িত তিনি তো পদত্যাগ করলেন না। তার সামান্যতম ব্যক্তিত্ব ও নৈতিকতাবোধ থাকলে তিনি পদত্যাগ করতেন।
আয়োজক সংগঠনের সভাপতি মঞ্জুর হোসন ইসার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।