সব

একনেক সভায় এক হাজার ৪শত ৪২ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th March 2016at 4:54 pm
43 Views

????????????????????????????????????

স্টাফ রিপোর্টারঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক ) চলতি অর্থবছরের ২৫তম সভায় এক হাজার  চারশত ৪২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি নতুন ও সংশোধিত  প্রকল্প অনুমোদন  দেয়া হয়েছে ।

এর মধ্যে জিওবি ৯শত ৫৩ কোটি ৫২ লাখ টাকা , সংস্থার নিজস্ব  তহবিল ২৫কোটি ৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪শত ৬৩ কোটি ৮৫ লাখ টাকা ।
 প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায়  চট্রগ্রাম ভেটেরিনারি  ও এনিম্যাল সায়েন্সেস বিশ^বিদ্যালয় ২য় ক্যাম্পাস স্থাপন প্রকল্প, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ এবং কালিয়াকৈর হাইটেক পার্ক এর উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য  ।
সভার শুরুতেই  ওয়াশিংটনপোস্ট পত্রিকায় প্রকাশিত সম্প্রতি ফরচুন ম্যাগাজিনের জরিপে বিশে^র শীর্ষ ৫০ নেতার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম স্থানে নির্বাচিত হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।
পরিকল্পনা মন্ত্রী এসময়  বাংলাদেশের অগ্রগতি নিয়ে আরব নিউজ এবং ইউএনডিপি ,বিশ^ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফরেন ট্রেড এসোসিয়েশন  (এফটিএ)  এর বাংলাদেশের  অর্থনৈতিক অগ্রগতির অবিস্মরণীয় অর্জন বিষয়ক সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট তুলে ধরেন ।
পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল সভা শেষে প্রেস ব্রিফিং-এ একনেক সভার বিস্তারিত  উল্লেখ করেন । তিনি বলেন , প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ^ দরবারে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে ।বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ।
তিনি জানান একনেক  সভায় প্রধানমন্ত্রী কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ^বিদ্যালয় এবং সামুদ্রিক মৎস্য সম্পদের গবেষণার স্বার্থে একটি এক্যুরিয়াম করার ব্যাপারে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন ।
পরিকল্পনা মন্ত্রী জানান , মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে  বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্পসহ যে কোন শিল্প  পার্ক স্থাপনের সময় বর্জ্য ব্যবস্থাপণা , বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা , প্রকল্প এলাকায় জলাধার নিশ্চিত করাসহ  দেশের টেকসই সড়ক -মহাসড়ক  নির্মাণের সময় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী অনুশাসন প্রদান করেছেন ।
একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে ,  বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান সুবিধাদির আধুনিকীকরণ, ডেসকো এলাকায় সুপারভাইজরি কন্ট্রোল ও ডাটা  একুইজিশন সিস্টেম স্থাপন প্রকল্প , বিসিক মুদ্রণ শিল্পনগরী  , সিলেট সুনামগঞ্জ সড়ক উন্নয়ন এবং রুমা বগালেক কেওক্রাডাং সড়ক উন্নয়ন ১ম পর্যায় নির্মাণ প্রকল্প । সভায় একনেক সদস্যবৃন্দ, ,সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ , মন্ত্রিপরিষদ সচিব , মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সি: সচিব ও  সচিববৃন্দ উপস্থিত ছিলেন । পরকিল্পনা বভিাগরে সচবি  তারিক উল ইসলাম , আইএমইডি সচিব  ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী  , পরিসংখ্যান  বিভাগের সচিব কানিজ ফাতেমা  এনডিসিএবং পরকিল্পনা কমশিনে  সদস্যগণ  প্রেস ব্রিফিং এ  উপস্থতি ছলিনে ।

 


সর্বশেষ খবর