বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিঃ নিউইয়র্কের আদালতে মামলা করবে সরকার
স্টাফ রিপোটারঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় চলতি মাস জানুয়ারিতেই নিউইয়র্কের আদালতে মামলা করবে সরকার। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।
তিন বছর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের মাকাতি শহরের আরসিবিসির জুপিটার শাখায়।
এ ঘটনায় একমাত্র আসামি ছিলেন মায়া সান্তোষ দেগুইতো। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বরখাস্ত হওয়া কর্মকর্তা মায়া সান্তোস দেগুইতোকে সম্প্রতি দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত।
আদালতের রায়ে বিচারক মুদ্রা পাচারের আট দফা অভিযোগে দেগুইতোকে দোষী সাব্যস্ত করায় প্রতিটি ধারায় তার ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে তাকে জরিমানা করার আদেশ দিয়েছে আদালত, যার পরিমাণ দাঁড়াতে পারে ১০ কোটি ৯০ লাখ ডলার।