থাইল্যান্ডে মন্দিরে ঢুকে দুই ভিক্ষুকে গুলি করে হত্যা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th January 2019at 4:19 pm
FILED AS: আন্তর্জাতিক
62 Views
আন্তজাতিক ডেস্কঃ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শুক্রবার বৌদ্ধদের একটি মন্দিরের অভ্যন্তরে দুই ভিক্ষুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিয়াত প্রদেশ এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দুকধারীরা কালো পোশাক পরিধান করে মোটরবাইকে চড়ে রাত্তানাউপাপ মন্দিরের কাছে আসে। এরপর তারা মন্দিরে প্রবেশ করে খুব কাছ থেকে বৌদ্ধ ভিক্ষুদের ওপর গুলি চালায়।
এদিকে, এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।
সূত্র : বিবিসি