সব

নালিতাবাড়ী পলাশিকুড়া উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 24th January 2019at 7:40 am
FILED AS: খেলা
104 Views

ফারুক হোসেন (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ চলছে। উপজলার পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন।
মাদক মুক্ত সমাজ গড়তে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব ১৬ ভলিবল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে উপজলার পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে ১৬ জানুয়ারী থেকে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের জাতীয় ভলিবল দলের অধিনায়ক নালিতাবাড়ীর সন্তান ফিরুজ আলমের নেতৃত্বে প্রশিক্ষণ করানো হয়। এছাড়া সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আরিফুজ্জামান কামাল। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।


সর্বশেষ খবর