সব

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে ২ শতাধিক চালক ও হেলপারদের প্রশিক্ষণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 24th January 2019at 7:48 am
86 Views

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ সড়কে দুর্ঘটনা রোধে ঝিনাইদহে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা বাস মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে জেলা পুলিশ।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর এ্যডমিন কৃষ্ণপদ সরকার, বিআরটিএ’র ইন্সপেক্টর ফরহাদ হোসেন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেনসহ অন্যান্যরা। সে সময় সড়ক নিরাপদ রাখা এবং দুর্ঘটনা এড়ানোর জন্য ২ শতাধিক চালক ও হেলপারদেরকে বিভিন্ন নিয়ম কানুন ও দিকনির্দেশনা দেওয়া হয়। সেই সাথে সড়কে ফিটনেস বিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য বলা হয়।


সর্বশেষ খবর