সব

সারফারাজকে নিয়ে নিন্দার ঝড়, মনে রাখবে দক্ষিণ আফ্রিকা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 25th January 2019at 5:29 pm
FILED AS: খেলা
91 Views

 

ডেস্ক রিপোর্টঃ বর্ণবাদী মন্তব্য করে বিপদে পড়ে গেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ খান। চারদিকে উঠেছে নিন্দার ঝড়। তদন্ত শুরু করেছে আইসিসি। পিসিবি ক্ষমা চেয়েও তাই পার পাচ্ছে না। এর মাঝেই নতুন খবর। আন্দিলে ফেলুকায়োর উদ্দেশে বর্ণবৈষম্য মূলক মন্তব্যের জন্য সরফরাজকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দল! অধিনায়ক ফাফ ডুপ্লেসিস বিষয়টি মিডিয়ার সামনে এনেছে বলেছেন, ক্ষমা করলেও এই ঘটনা ভুলতে পারবেন না তারা।

ডারবানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যান ফেলুকায়োকে ‘কালো’ বলে সম্বোধন করেন তিনি। যা ধরা পড়েছিল স্টাম্প মাইক্রোফোনে। এবং সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। এই ব্যাপারে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের থেকে রিপোর্টও পেয়েছে আইসিসি। এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর