৭ হাজার ২২১ জন নিহতঃ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির
অনলাইন ডেস্কঃ ২০১৮ সালে সড়ক-রেল-নৌপথ ও আকাশপথে ৬ হাজার ৪৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৯৬ জন। একই সঙ্গে এ দুর্ঘটনায় আরো ১৫ হাজার ৯৮০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫৫১৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ২২১ জন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী গেল বছরে মোট দুর্ঘটনার সংখ্যা, নিহত ও আহতের সংখ্যার পরিসংখ্যান তুলেন ধরেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও সুপারিশমালাও তুলে ধরেন তিনি।
দেশের জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রগুলোতে প্রচারিত সড়ক দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।