বঙ্গবন্ধু বা ভাসানী কোন দলের সম্পদ নয় : মোমিন মেহেদী
মোমিন মেহেদী: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বঙ্গবন্ধু বা ভাসানী কোন দলের সম্পদ নয়। তবু বাংলাদেশে সন্ত্রাস-দুর্নীতি- নৈরাজ্যের রাজনীতিকরা এক হয়ে আজ জাতির জনককে দলীয় সম্পদ, দুর্নীতির ঢাল হিসেবে ব্যবহার করছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক আন্দোলনে নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত সত্য উচ্চারণ করে বলতে চায়- আর একটিবারের জন্যও যদি বঙ্গবন্ধু, ভাসানী, শেরেবাংলা, তাজউদ্দীন বা সৈয়দ নজরুল ইসলাম সহ কোন জাতীয় নেতাকে বিক্রির রাজনীতি করা হয়; আমাদের রাজনীতি সচেতন নতুন প্রজন্ম তা কঠোর হাতে প্রতিহত করবে। একই সাথে সিইসির প্রতি আহবান জানাবো বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে কোন জাতীয় নেতার ছবি যেখানে সেখানে ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করুন। পাশাপাশি ৭৬ টি রাজনৈতিক দলকে পুনরায় ডাকুন, নিবন্ধনের জন্য কাগজপত্র তৈরি করতে নির্দেশনা দিন।
দলীয় কার্যালয়ে ২৪ জানুয়ারী বেলা ১১ টায় অনুষ্ঠিত ‘সম্ভাবনার রাজনীতিতে নিবন্ধনের বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় মালয়েশিয়া শাখার সহ-সভাপতি মাহাথির মোহাম্মদ ইউনিভার্সিটির লেকচারার ড. হাসানুল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সুব্রত গায়েন, যুগ্ম মহাসচিব সুচিন্দ্রমা রায় প্রমুখ বক্তব্য রাখেন।