হয়রানি না করে, জনগণের সেবক হয়ে কাজ করুনঃ চেয়ারম্যান
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th January 2019at 3:27 pm
FILED AS: বাংলাদেশ
102 Views
স্টাফ রিপোর্টারঃ জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য কাস্টমস অফিসারদের নির্দেশ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এনবিআর’র অধিকাংশ কর্মকর্তাই সৎ। তবে এখনো শোনা যায়, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের হাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হন। অফিসারদের বলছি, কাউকে হয়রানি করবেন না। জনগণের সেবক হিসেবে কাজ করবেন।
আজ শনিবার সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এনবিআর কার্যালয়ের সামনে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের তিনি এ নির্দেশ দেন।
এনবিআর এখন জনগণের সেবক হিসেবে কাজ করছে উল্লেখ করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘কাস্টমস অনেক আগেই আধুনিকায়ন হয়েছে। আমাদের কাজ জনসচেতনতা সৃষ্টি করা। আমরা সেই কাজ করে যাচ্ছি। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছি’।