ঝিনাইদহ শহরে পার্সেল সার্ভিস অফিসে চুরি
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th January 2019at 3:30 pm
FILED AS: জেলা সংবাদ
100 Views
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়কের সৈয়দপুর এক্সপ্রেস পার্সেল সার্ভিসের অফিসে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার মধ্যরাতে চোরচক্র অফিসের মেইন ফটকের তালা কেটে মুল্যবান কাগজপত্র, ডকুমেন্ট ও টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।
সার্ভিসটির ঝিনাইদহ এজেন্স প্রতিনিধি শাহাদৎ হোসেন প্লেন জানান, বুধবার রাত ১০ টার দিকে তিনি অফিস তালা দিয়ে বাড়িতে যান। বৃহস্পতিবার সকালে অফিসে এসে দেখতে পান অফিসের মেইন ফটকের তালা কাটা। এছাড়াও অফিসের দুটি রুমের সকল কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।
তিনি বলেন, কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায় নি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, থানায় জিডি হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে কি পরিমান ক্ষতি হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।