দারুসসালামে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে দারুসসালাম ট্রাফিক জোন এলাকায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ট্রাফিক পশ্চিম বিভাগ।
২৭ জানুয়ারি, ২০১৯ ট্রাফিক পশ্চিম বিভাগের দারুসসালাম এলাকার বাগবাড়ী শহীদ স্মৃতি মডেল হাই স্কুলের ৬ শিক্ষক ৪৫ জন ছাত্র-ছাত্রী, গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন আন্ডারপাসে ৩৫ জন জনসাধারণ, গাবতলী বাস টার্মিনালে ৩৫ জন, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন পরিবহন অফিসে ৫০ জনের উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সচেতনতামূলক কর্মশালায় মটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ট্রাফিক পশ্চিম বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ।